Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিষণ মিষন

উপস্থিত মাননীয় প্রধান অথিতি মহোদয়, বিশেষ অথিতি মহোদয়, আমার প্রিয় সহকর্মী বৃন্দ ও উপস্থিত সম্মানীত কৃষক ও মহিলা সমবায় সমিতির ম্যানেজার/ প্রতিনিধি ভাই ও বোনেরা সকলকে আমার ও বিগত ০৪.০১.২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত অভয়নগর ইউসিসিএ লিঃ ২০২০ এর নির্বাচনে বিজয়ী অভয়নগর ইউসিসিএ লিঃ এর নব নির্বাচিত কার্যকরী পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম (আসসালামু আলাইকুম)। আজকের এই দিনে আপনাদের সকলের উপস্থিতি আমাদের এই আয়োজনকে মনমুগ্ধকর করে তুলেছে। ফাগুনের এই মনোমুগ্ধকর পরিবেশে আপনাদের সকলকে হাজারও ধন্যবাদ জানায় যে, বিগত ০৪.০১.২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত অভয়নগর ইউসিসিএ লিঃ ২০২০ এর নির্বাচনে আপনাদের নিরলস পরিশ্রম, পূর্ন সহোজোগীতার মাধ্যমে পুনরয় ভোটদানের মাধ্যমে আমাকে আবারো অত্র অভয়নগর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য। পল্লীর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিত্তহীন পুরুষ ও মহিলা জনগোষ্টিকে সমবায় সমিতি ও আনুষ্ঠানিক দলে সংগঠিত করে প্রয়োজনীয় সেবা ও উপকরন সরবরাহের মাধ্যমে বিআরডিবি কৃষি উৎপাদন বৃদ্ধি, আতœকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পল্লীর উন্নয়ন, দারিদ্র নিরসন ও নারীর ক্ষমতায়নে নিরন্তরভাবে কাজ করে চলেছে। বিআরডিবি‘র মূল লক্ষ্য হলো গ্রাম্য কৃষকদেরকে সুসংগঠিত করে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা, নারীর উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

         ডঃ আখতার হামিদ খান উদ্ভাবিত কুমিল্লা মডেলের দ্বি-স্তর বিশিষ্ট সমবায় ব্যবস্থার বাস্তব রুপায়নের জন্য প্রতিষ্ঠিত “সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি” পল্লীর জনগনের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের সর্বধিক আস্থা নিয়ে বিআরডিবি নামে বিকাশ লাভ করে। বিআরডিবি দেশের  উন্নয়ন ও পল্লীর জনগনের চাহিদাকে অগ্রাধিকার প্রদান করে কৃষি আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধি, মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং দারিদ্র বিমোচনে যুগোপযোগী প্রকল্প/ কর্মসূচী গ্রহণ করে সরকারের “রুপকল্প-২০২১” এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

         সম্মানীত প্রতিনিধীবৃন্দ আমি আপনাদের নিরলস পরিশ্রম ও সহযোগিতায় দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত অভয়নগর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান। অত্র ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান হিসাবে আমি বিগত সময়ে কতটুকু সফল আর ব্যর্থ তার নির্ধারন আপনারা সকলে মিলে বিগত ০৪.০১.২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত অভয়নগর ইউসিসিএ লিঃ ২০২০ এর নির্বাচনে আপনাদের পূর্ন নিরলস পরিশ্রম, পূর্ন সহোজোগীতার মাধ্যমে পুনরয় ভোটদানের মাধ্যমে আমাকে আবারো অত্র অভয়নগর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে প্রমান করলেন এজন্য আপনাদের আবারো অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রবাদ আছে “ নিজে যারে বড় বলে সেই বড় নই, লোকে যারে বড় বলে সেই বড় হয়”। আমিও আপনাদের মতো একজন সাধারন মানুষ । তাই আমার এই আপনাদের সাথে চলমান সময়ের মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের সকলের নিকট ক্ষমা প্রার্থী। আজ আমাদের এই প্রতিষ্ঠানের যতটুকু সফলতা অর্জিত হয়েছে তার সকল প্রাপ্তিই আপনাদের।

        ১৯৯৭ সাল হতে এই অভয়নগর ইউসিসিএ লিঃ এর সাথে আমি জড়িত। অভয়নগর ইউসিসিএ লিঃ কে আরো সমৃদ্ধশালী ও আতœনির্ভরশীল করে গড়ে তুলতে পুনরয় দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। আর এজন্য আপনাদের সকলের নিস্বার্থ সহযোগিতা ও নিরলস প্ররিশ্রম আমাদের একান্ত প্রয়োজন।

       অনেক দুর হতে, সকল প্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে, নিস্বার্থ ভালবাসার টানে আজকের এই অভয়নগর ইউসিসিএ লিঃ এর ৩৮ তম বার্ষিক সাধারন সভায় অংশ গ্রহণকরে এই সভাকে আলোকিত করে তোলার জন্য সকলকে আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ কামনা করে আমার এই ক্ষনিকের বক্তব্য এখানেই শেষ করলাম।

“সমবায় আন্দোলন সফল হোক, বাংলাদেশ চিরজীবি হোক”