Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

         বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতাধীন পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে নিয়োজিত সর্ববৃহৎ সরকারী প্রতিষ্ঠান। স্বাধীন বাংলাদেশ পূনগঠনে যে সকল সেবা মুলক প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হয় তার মধ্যে তৎকালীন আইআরডিপি তথা বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআডিবি) অন্যতম। দ্বি-স্তর বিশিষ্ট সমবায় বা কুমিল্লা মডেল পদ্ধতির পাশাপাশি বিভিন্ন দারিদ্র বিমোচন কর্মসূচীর মাধ্যমে বিআরডিবি পল্লীর প্রত্যন্ত অঞ্চলের কৃষক, প্রান্তিক চাষী, মহিলা ও বিত্তহীনদের সংগঠিত করে প্রশিক্ষণ প্রদান, নেতৃত্বের বিকাশ, সঞ্চয় ও ঋণ সহায়তার মাধ্যমে আর্থিক সেবাভূক্তি, কর্মসংস্থান সৃষ্টি ও বাজারজাতকরনের সুবিধা প্রদানের মাধ্যমে পল্লী এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

        সমবায়ের আওতায় কৃষকদের সংগঠিতকরন, কৃষির আধুনিকায়ন, সেচ সম্প্রসারন সহ বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্নতা অর্জনে বিআরডিবি‘র অবদান সর্বজন স্বীকৃত। পল্লীর ক্ষুদ্র, মাঝারী ও প্রান্তিক চাষি, বৃত্তহীন পুরুষ ও মহিলাদেরকে সমবায় সমিতি ও আনুষ্ঠানিক দলে সংগঠিতকরণ, সুফলভোগীদের নিজস্ব মুলধন সৃষ্টি, আয়বৃদ্ধিমুলক কর্মকান্ডে স্বল্প ও দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ প্রদান, আর্থিক ভাবে স্বাবলম্বী ও স্ব-কর্মস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান, সামাজিক সচেনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, সম্প্রসারন কার্যক্রমের মাধ্যমে টেকসই প্রযুক্তি হস্তান্তর, উৎপাদান বৃদ্ধির মাধ্যমে গ্রামীন অর্থনীতির বিকাশ সাধনের মতো কর্মকৌশল গ্রহণ করে বিআরডিবির দেশের পল্লী উন্নয়নে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছে।

         বিআরডিবির কাজের ধরনই হলো সমবায় ভিত্তিক। উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি হলো কাজের তৃনমূল ইউনিটের নির্বাহী কাঠামো। এই কাঠামোর শক্তি ও পরিচালনার উপরই নির্ভর করে বিআরডিবির মূল কর্মকান্ডের সফলতা। ফলে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ এর উন্নয়নমূখী ও গতিশীল করাই আমাদের সকলের মূল লক্ষ্য। আর এই মূল লক্ষ্যের চুড়ান্ত স্তরে পৌছানোর জন্য উপজেলা পরিষদের প্রধান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনিক কর্নধার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যশোর এর সুযোগ্য উপপরিচালক মহোদয়ের সময়পোযোগী দিক নির্দেশনা ও গতিশীল নেতৃত্ব বিআরডিবি‘র অভয়নগর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলার সার্বিক সমবায় ভিত্তিক কর্মকান্ডকে আরো বেশি বলীয়ান করে তুলেছে।

                অভয়নগর ইউসিসিএ লিঃ এর ৩৮ তম বার্ষিক সাধারন সভায় অংশ গ্রহণকরে এই সভাকে আলোকিত করে তোলার জন্য আপনাদের সকলকে আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ কামনা করে আমার এই ক্ষনিকের বক্তব্য এখানেই শেষ করলাম।